1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

যশোরের শীর্ষসন্ত্রাসী পিচ্চি রাজা বেনাপোলে আটক

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

যশোরের রেলগেটপাড়ার কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি রাজা অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে মদ ও বার্মিজ চাকুসহ তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

এ দিন রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

জানা গেছে, দীর্ঘ এক যুগ ধরে যশোরে ভয়-ভীতি, হত্যা, ছিনতাই, মাদক ও অস্ত্র বাণিজ্যের মাধ্যমে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন রাজা। পিচ্চি রাজার অপরাধ জগতের উত্থান হয় এক যুগ আগে আরেক শীর্ষ সন্ত্রাসী রমজান আলীর হাত ধরে। মাদক কারবারে জড়িত বাবা-মায়ের ছায়ায় বেড়ে ওঠা রাজা প্রথমে রেলগেট পশ্চিমপাড়ার চিহ্নিত অপরাধী রমজান ও সাগরের সাথে জোট গড়ে তোলেন। ফেনসিডিল, হেরোইন, অস্ত্র, বোমা তৈরি-সবই তার অপরাধমূলক কার্যক্রমের অংশ হয়ে উঠে।

২০১২ সালের দিকে ইজিবাইকচালক শামিমকে শ্বাসরোধে হত্যার মাধ্যমে আলোচনায় আসে তার নাম। এরপর একে একে ছিনতাই, বোমাবাজি, মাদক পাচার, চাঁদাবাজি, হত্যাসবখানেই তার নাম উঠে আসে। বৃহস্পতিবার বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে পিচ্চি রাজাকে আটক করা হয়। তার কাছ থেকে মদ ও বার্মিজ ছুরি উদ্ধার করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানা, আটক পিচ্চি রাজাকে পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট