
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ বিভাগ ওয়ারী। আর সেই ওয়ারীর সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ এলাকা হয়ে উঠছে যাত্রাবাড়ী।
জনবসতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে অপরাধ প্রবণতাও বাড়ছিলো এ এলাকায়। তবে যাত্রাবাড়ী থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দৃশ্যপট বদলাতে শুরু করেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার মাদকের বিরুদ্ধে সরাসরি ‘জিরো টলারেন্স’ ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন,
“মাদক আমাদের সমাজের জন্য এক নীরব ঘাতক। যুবসমাজকে রক্ষায় মাদকবিরোধী লড়াই এখন আমার প্রথম অগ্রাধিকার। মাদক কেনাবেচা বা সেবনের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন,
“যারা এই অবৈধ ব্যবসায় জড়িত, তারা হয় আত্মসমর্পণ করুক, নয়তো কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুত থাকুক। মাদকের শেকড় উপড়ে ফেলতে আমরা বদ্ধপরিকর।”
ওসি কামরুজ্জামান স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজকে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে একযোগে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ প্রসঙ্গে তিনি জানান, খুব শিগগিরই থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান শুরু হবে। এতে সাদা পোশাকে পুলিশের নজরদারি বাড়ানো হবে এবং স্কুল-কলেজের আশপাশে বিশেষ টহলদল মোতায়েন করা হবে, যাতে কিশোর-যুবকরা মাদকের ছোবল থেকে রক্ষা পায়।
স্থানীয় বাসিন্দারা ওসির কঠোর অবস্থানকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তাদের প্রত্যাশা, ওসি কামরুজ্জামানের উদ্যোগেই যাত্রাবাড়ী শিগগিরই মাদকমুক্ত এলাকায় পরিণত হবে।