1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ প্রেসক্লাবের নতুন সভাপতি রচি, সম্পাদক মশিউর

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ প্রেসক্লাবের ২০২৫-২৬ সময়ের জন্য নতুন কমিটির সভাপতি হয়েছেন শওকত ওসমান রচি, সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার। সোমবার (৯ ডিসম্বর) জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভায় কণ্ঠভোটে তারা নির্বাচিত হয়েছেন। রচি বাংলা খবর ডট নিউজের সম্পাদক এবং মসিউর খবর সম্পদক। 

    বিজ্ঞাপন

এছাড়া ৯ সদস্যের নির্বাচিত কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন-সহ-সভাপতি মন্জুরুল হক (সপ্তাহিক প্রথম আলোর নির্বাহী সম্পাদক), যুগ্ন-সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক (সাপ্তাহিক আজকাল), কোষাধ্যক্ষ মল্লিকা খাঁন মুনা (মাই টিভি) , কার্যকরী সদস্য দর্পণ কবীর (সম্পাদক, দেশকন্ঠ),  মোহাম্মদ সাঈদ (সম্পাদক, সাপ্তাহিক প্রবাস), তোফাজ্জল লিটন (প্রতিনিধি, দৈনিক প্রথম আলো) ও শামীম আহমেদ ( টিবিএন২৪)।   ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় পেশাজীবী সাংবাদিকদের এ সংগঠন ‘আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব’।

    বিজ্ঞাপন
প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ সাঈদ’র সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনজুরুল হক। সাধারণ সভায় বিভিন্ন মিডিয়াতে কর্মরত  ১৬ জনকে প্রেস ক্লাবের নতুন সদস্য পদ প্রদান করা হয়। এ সময় উপস্থিত  নতুন সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সভার শুরুতে ক্লাবের প্রয়াত সদস্য আব্দুল হাই স্বপনের আত্মারর মাগফেরাত কামনা, বেলাল আহমেদসহ অসুস্থ সদস্যদের জন্যে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেছেন ক্লাবের সিনিয়র সদস্য সৈয়দ ওয়ালিউল আলম। সভায় সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পর সাধারণ সম্পাদকের প্রতিবেদন এবং কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করা হয়। সদস্যরা প্রতিবেদন দুটি অনুমোদন করেন।                                                                                                                                                                  বিজ্ঞাপন

এছাড়াও প্রেস ক্লাবকে শক্তিশালী করার লক্ষে বক্তব্য রাখেন-প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দর্পণ কবীর, নতুন কমিটির সভাপতি শওকত ওসমান রচি, নতুন কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মজুমদার, মল্লিকা খান মুনা , সৈয়দ ওয়ালীউল আলম , পাপিয়া বেগম,এনামুল হক এনাম , শফিকুল ইসলাম সাবু , তাপস কুমার সাহা , সীমা সুস্মিতা, মো. আজিজুল হক, মো. আরিফুর রহমান, মো. মাহে আলম জেমস, এনাম চৌধুরী, দীপক কুমার আচার্য, খোরশেদ আলম রিংকু , উত্তম কুমার সাহা, শামীম আহমেদ, কামরুল হাসান প্রমুখ। সবশেষে বর্তমান সভাপতি মোহাম্মদ সাঈদ উপস্থিত সকল সদস্যদের ধন্যবাদ এবং নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।

 বিজ্ঞাপন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট