1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে ‘বিরল’ ঝড়ে ২,০০০ ফ্লাইট বাতিল

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

‘বিরল’ শীতকালীন ঝড়ের কারণে তুষার ও বরফে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চল। এ কারণে দেশটিতে বিমান, ট্রেন বা গাড়িতে ভ্রমণ অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

এমন পরিস্থিতিতে স্থানীয় সময় মঙ্গলবার বিকালের মধ্যেই দেশটির বিভিন্ন অংশে ২,০০০-র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

মার্কিন ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটঅ্যাওয়ারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর পরিস্থিতি নিচে তুলে ধরা হলো-

টেক্সাস: টেক্সাসের বিমানবন্দরটি মঙ্গলবার সকালে ঝড়ের ভয়াবহতা শুরু হওয়ার আগেই বন্ধ করে দেওয়া হয়।

ফ্লোরিডা: ফ্লোরিডার টালাহাসি আন্তর্জাতিক বিমানবন্দর দিনের শেষের দিকে বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছে।

লুইজিয়ানা: লুইস আর্মস্ট্রং নিউ অরলিন্স আন্তর্জাতিক বিমানবন্দরের বেশিরভাগ ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে বুধবার ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু হবে।

আলাবামা: আলাবামার আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিমানবন্দরটি মঙ্গলবার বন্ধ ছিল। তবে বুধবার দুপুরে পুনরায় চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হিউস্টন: হিউস্টনের জর্জ বুশ ইন্টারন্যাশনাল এবং উইলিয়াম পি. হবি বিমানবন্দর বুধবার সকালে পুনরায় চালু করা হবে।

এদিকে অ্যাটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিলম্বের প্রভাব স্পষ্ট। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, বিমানবন্দরে ফ্লাইটের আগমন বিলম্ব এক ঘণ্টার বেশি সময় ধরে চলেছে।

এহেন পরিস্থিতি বিবেচনায় মার্কিন ভ্রমণকারীদের ভ্রমণ পরিকল্পনা পর্যালোচনা এবং বিকল্প ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট