1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

যুদ্ধবিরতির দুদিন আগেও গাজায় ইসরাইলের হামলায় নিহত ৮১

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে। রোববার থেকে এ চুক্তি কার্যকর হবে। চুক্তি কার্যকর হতে আরও দুদিন বাকী, তাই এখনো গাজায় হামলা বন্ধ করেনি ইসরাইল। গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় নিহত হয়েছেন ৮১ ফিলিস্তিনি।

গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা যুদ্ধে আজ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭৮৮ জনে। ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে অন্তত ১ লাখ ১০ হাজার ৪৫৩ জন আহত হয়েছেন।

কাতারের প্রধান মধ্যস্থতাকারী বুধবার জানায়, ১৫ মাসেরও বেশি সময় যুদ্ধের পর জিম্মি ও বন্দি বিনিময়ের পাশাপাশি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। রোববার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে।

এদিকে যুদ্ধবিরতির পর গাজায় ১২০ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, গাজায় যুদ্ধবিরতি অঞ্চলটিতে ‘দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা’ আনবে। এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ বাস্তব পদক্ষেপ।

এ চুক্তি হওয়ায় হামাসের প্রশংসা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইরান-সমর্থিত ‘প্রতিরোধ অক্ষ’ ইসরাইলকে ‘পিছু হটতে’ বাধ্য করেছে।

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেছেন, বুধবার ঘোষিত এ চুক্তি ‘ফিলিস্তিনি ভাই-বোন’ এবং পুরো অঞ্চলের জন্য স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথ উন্মুক্ত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট