1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

যুব এশিয়া কাপজয়ীদের তামিমের মূল্যবান উপহার

শামীম আহমেদ
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

প্রতিটি ক্রিকেটারের জন্যই সবচেয়ে মূল্যবান তার ক্রিকেট সামগ্রী। বিশেষ করে একটি ভালো মানের ব্যাট থাকে সকলেরই চাহিদার শীর্ষে। তবে নানা কারণেই ভালো মানের একটি ব্যাট পান না বাংলাদেশের ক্রিকেটাররা। বিশেষ করে তরুণদের কাছে একটি ভালো মানের ব্যাট স্বপ্নের মতো। আর বাংলাদেশ যুব এশিয়া কাপজয়ী দলের সেই স্বপ্নই পূরণ করেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।

বিজ্ঞাপন

ভারতকে হারিয়ে গত সপ্তাহেই টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ না পেরোনো তরুণরা। বাংলাদেশকে ভাসিয়েছে আনন্দের জোয়ারে। এমন ক্রিকেটারদের তাই উপহারটা দিতেও ভুল করেননি তামিম। জানা গেছে, প্রত্যেক ক্রিকেটারকেই সি এ কোম্পানির ভালো মানের ব্যাট উপহার দিয়েছেন সাবেক এই অধিনায়ক।

অবশ্য এই উপহারটা এশিয়া কাপ জয়ের আগেই হাতে পেয়েছে ক্রিকেটাররা। দুবাই থেকেই ব্যাট বুঝে পেয়েছেন ক্রিকেটাররা। যা জানা গেছে এবার।

অবশ্য তামিমের এই ব্যাট উপহার দেওয়া নতুন কিছু নয়। প্রায়শই নারী ক্রিকেটার ও বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের ব্যাট দিতে দেখা যায় তামিমকে। এবার আরও একবার সেটি করে দেখালেন তামিম।

এদিকে, যুব এশিয়া কাপজয়ী দলের সঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদের এখনো দেখা হয়নি। তিনি রয়েছেন ওয়েস্ট ইন্ডিজে, দেশে ফিরলেই জানা যাবে পুরস্কার হিসেবে কত টাকা পাচ্ছেন ক্রিকেটাররা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট