প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ৩:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২৫, ৪:৫৩ এ.এম
যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেপ্তার শুকুর আলী কারাগারে
যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেপ্তার আসামি শুকুর আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ মামলায় তার তিন সহযোগীকেও কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১১ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত কারাগারে পাঠানোর এ আদেশ দেন।কারাগারে যাওয়া অন্যরা হলেন মো. আরিফ, মো. মোবারক ও সুমন।
এদিন যাত্রাবাড়ী থানার মামলায় তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সাইফুল ইসলাম তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে কয়েকঘণ্টা সাঁড়াশি অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করে।
এসময় ১০ কেজি গাঁজা, দুই হাজার ২০০ পিস ইয়াবা, এক কেজি ২৫০ গ্রাম হিরোইন ও ৭১ হাজার নগদ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় বুধবার তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত