1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

যৌনপল্লী থেকে অস্ত্রসহ জেলা বিএনপির সাবেক নেতা গ্রেফতার

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে বিএনপির সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম আবুল হাসেম সুজন (৫৩)।  রাজবাড়ী সদর উপজেলার বড় মুরারীপুর গ্রামের বাসিন্দা সুজন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি পদে ছিলেন।  ২০১৯ সালে তিনি সাংবাদিক সম্মেলন করে উভয় পদ হতে পদত্যাগ করেন।

 

গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোপন খবরে রোববার ভোরে উত্তর দৌলতদিয়া পূর্বপাড়ার আইয়ুব মেম্বারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া যৌনকর্মীর কক্ষ থেকে সুজনকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ আটক করা হয়।  পরে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে সুজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট