পবিত্র রমজান মাসের আগে বাজার স্থিতিশীল ও পর্যাপ্ত যোগান নিশ্চিতে ভারত থেকে এক লাখ টন মহিষের মাংস আমদানির পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ অথবা ২ মার্চ থেকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশে শুরু হবে রমজান মাস।
গত বুধবার (৬ ফেব্রুয়ারি) দেশটির জাতীয় খাদ্য এজেন্সি এই ঘোষণা দেয়। সংস্থাটির প্রধান কর্মকর্তা আরিফ প্রায়সেতো আদি বলেছেন, “মাংসের মূল্য স্থিতিশীল এবং ঈদুল ফিতর উদযাপনের সময় পর্যাপ্ত যোগান নিশ্চিতে মূলত মহিষের মাংস আমদানির পরিকল্পনা করা হচ্ছে।”
তিনি জানিয়েছেন, এই মাংস আমদানি করা হবে ভারত থেকে। আর এগুলো ইন্দোনেশিয়ায় পৌঁছাতে এক মাসের মতো সময় লাগবে। তবে স্থানীয় খামারী ও খামারগুলোর বিষয়টি মাথায় রেখে এই আমদানি পরিকল্পনায় আগানো হবে বলে তিনি জানান। তিনি বলেন, “আমদানির বিষয়টি আমাদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি আমাদের স্থানীয় খামারিদের ক্ষতিগ্রস্ত করবে না।”
Leave a Reply