রাঙামাটি শহরের রিজার্ভবাজারের ‘গোল্ডেন হিল’ নামক একটি আবাসিক হোটেল থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মুন্নী আক্তার (২৪)। এ সময় ম্যানেজারসহ ৩ জনকে আটক করা হয়েছে।
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে হোটেলটির একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ।
থানার ওসি মো. সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশটি ওই কক্ষের একটি খাটে অর্ধশোয়া এবং জিন্সপ্যান্ট ও শার্ট পরা অবস্থায় পাওয়া যায়। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে। এটি অস্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় হোটেলটির ম্যানেজার কুতুব উদ্দিনকে আটক করা হয়েছে। এছাড়া ওই হোটেল থেকে একই সময়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে একজন খদ্দের ও এক পতিতাকে আটক করা হয়েছে।
এদিকে ওই হোটেলটি রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বরসহ তিন ভাইয়ের যৌথ মালিকানার বলে জানা গেছে। তবে চুক্তিতে ব্যবসা পরিচালনা করছেন আটক কুতুব উদ্দিন।
ঘটনার ব্যাপারে অসংলগ্ন তথ্য দেন কুতুব উদ্দিন। তার তথ্যমতে, ২৬ জুলাই ওই নারী রাঙামাটি এসে তার হোটেলে ওঠেন। রেজিস্টারে তার নাম উল্লেখ করেন মিসেস মুন্না সরকার এবং ঠিকানা দেন ঢাকার ধানমন্ডি।
কুতুব উদ্দিন বলেন, রোববার রাতে ওই নারীকে হোটেলের ৫ নম্বর কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এতে দরজা ভেঙে কক্ষে ঢুকে দেখা যায়- গলায় গামছা পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে তার লাশ ঝুলছিল। পরে ফ্যান থেকে লাশটি খাটে নামানো হয়েছে। পরবর্তীতে তিনি হোটেলটির মালিক পক্ষকে বিষয়টি জানান। রাত দেড়টার পর কোতোয়ালি থানা পুলিশে খরবটি দিয়েছেন। অনেকক্ষণ পর পুলিশে কেন খবরটি জানান- এমন প্রশ্নে সঠিক তথ্য জানাতে পারেননি কুতুব উদ্দিন।
এদিকে মৃত্যুর সংবাদ পেয়ে সোমবার সকালে চট্টগ্রাম থেকে রাঙামাটি গিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নিহতের স্বামী পরিচয়দাতা আবদুল কাদের ও মেয়ে সাদিয়া আক্তার বৃষ্টি এবং মা মমতাজ বেগম। তারা নিহতের পরিচয় শনাক্ত করে তাদের স্বজন দাবি করে হোটেল রেজিস্টারে মিসেস মুন্না সরকার উল্লেখ থাকলেও নিহতের আসল নাম মুন্নী আক্তার বলে জানান। তারা চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, মুন্নী কী কাজ করতেন, তা সঠিক জানতেন না তারা। তবে এর আগেও তিনি রাঙামাটিতে কয়েকবার এসেছিলেন এবং ওই গোল্ডেন হিল হোটেলেই উঠেছিলেন। কুতুব উদ্দিনের সঙ্গে তার বন্ধুত্ব ছিল বলে জানতেন তারা।
Leave a Reply