1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

রাজধানীতে ১৬০০ লিটার নকল মবিলসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

রাজধানীর বংশাল থানাধীন কাজী আলাউদ্দিন রোডে অভিযান চালিয়ে ১৬০০ লিটার নকল মবিল ও সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানা পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো.সাইফুল ইসলাম (৫৭) ও মো. রফিকুল ইসলাম (৫০)।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে বংশাল থানাধীন কাজী আলাউদ্দিন রোডের ভাই ভাই এন্টারপ্রাইজ নামক দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১ হাজার ৬০০ লিটার নকল মবিল ও নকল মবিল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা মবিলের আনুমানিক মূল্য ৩ লাখ ৩৭ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বংশাল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে।

dhakapost

তিনি আরও বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে নকল মবিল উৎপাদন ও ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নকল মবিল বিক্রির উদ্দেশে কাছে রাখার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট