1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

‘রাজনৈতিক মতাদর্শের জন্য আমাকে ভাতে মারা হয়েছিল’

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্র যে কোনো বিষয়ে স্পষ্ট ভাবে কথা বলতে পছন্দ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার অবসাদ থেকে ওজন বাড়ার সমস্যাসহ টলিউডের বর্তমান অবস্থা নিয়ে একাধিক বিষয়ে কথা বলেছেন ।

সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, ‘দীর্ঘ সময় কাজ না থাকলে নিজেকে মেইনটেইন করার ইচ্ছেটা নষ্ট হয়ে যায়। দিনের পর দিন যখন ক্যামেরার সামনে দাঁড়াইনি, যখন রাতে ঘুম আসত না। তখন অনলাইনে খাবার আনাতাম, মিষ্টি খেতাম। এভাবেই একদিন দেখলাম জিন্সটা আর ফিট হচ্ছে না। আগে শরীর চর্চা, ডায়েট করতাম।’

তার কথায়, ‘অবসাদের জন্য আমি ওষুধ খাই, বাড়ির কোনও কাজ করতে হয় না। অবসাদ থেকেই সোশ্যাল মিডিয়ায় টলিউডের তারকাদের নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেছিলাম। তবে কেন বলেছিলাম কেউ বোঝেননি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুটা আমায় ভীষণ নাড়া দিয়েছিল।’

এরপর তিনি বলেন, ‘আমায় লোক পার্টিতে, প্রিমিয়ারে ডাকা বন্ধ করে দিয়েছে। আমার কথার ভুল মানে করেন। রাজনৈতিক মতাদর্শের জন্য আমাকে ভাতে মারা হয়েছিল। তবে এসবের জন্য আমি পরোয়া করি না।’

টলিউডের অবস্থা প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘আগে রাজনৈতিক মিছিলে কারা হাঁটতেন? সৌমিত্র চট্টোপাধ্যায়, মৃণাল সেনরা। এখন কারা হাঁটেন? সোনামণি, ঝিঙ্কুমণিরা। এখানে এখন প্রকৃত শিক্ষিত মানুষের অভাব। আমার কাছে সিরিয়াল, যাত্রার অফার এসেছে। এখন সিরিয়ালের মান খুব পড়ে গেছে। লুক আর ফিল মেলাতে পারি না। এই ধরনের যান্ত্রিক কাজ করতে চাই না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট