1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

রাজবাড়ীতে মাদক মামলার ১১ জন গ্রেফতার।

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি রাজবাড়ী

রাজবাড়ী সদর থানা পুলিশের পৃথক অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) দিনভর রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নির্দেশনায় এএসআই শিহাব আহমেদ, এএসআই এনায়েত শিকদার, এএসআই পাবেল মোল্লা, এএসআই ফরিদ মিয়া, এএসআই মশিউর রহমান ও এএসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. মোঃ জয়েদ আলী শেখ (৪৭) — পিতা: মৃত মনির উদ্দিন শেখ ওরফে মোনা শেখ, গ্রাম: পশ্চিম মুলঘর।২. মোঃ সোহেল সরদার (২৪) — পিতা: মৃত ইসমাইল সরদার, গ্রাম: ধুলদী জয়পুর (ক্লাব)।৩. আমিরুল মন্ডল — পিতা: মোহন মন্ডল, গ্রাম: উদয়পুর।৪. মোঃ মোহন মন্ডল — পিতা: মৃত শুকুর আলী, গ্রাম: উদয়পুর।৫. নাছির ভূঁইয়া — পিতা: আজিজ ভূঁইয়া, গ্রাম: হোগলাডাঙ্গি।৬. মোঃ তছির খান (৪২) — পিতা: মৃত হোসেন আলী খান, গ্রাম: আলাদিপুর।৭. চায়না বেগম — পিতা: মোঃ হুমায়ুন খান, গ্রাম: ডিক্রি চর চাঁদপুর।৮. মোছাঃ রাহেলা খাতুন — গ্রাম: ডিক্রি চর চাঁদপুর।৯. রাজু পাটোয়ারী — পিতা: ইসমাইল পাটোয়ারী, গ্রাম: বিনোদপুর (বারাইপাড়া)।১০. আজাদ পাটোয়ারী — পিতা: বাবুল পাটোয়ারী, গ্রাম: আলীপুর (বারইপাড়া)।১১. মোঃ নইমদ্দিন নবে মন্ডল — পিতা: মৃত শুকুর আলী, গ্রাম: উদয়পুর।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত প্রত্যেকেই বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তাদের মধ্যে একজন মাদক মামলায় সাজাপ্রাপ্ত। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতেই এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের পুলিশি হেফাজতে এনে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, সন্ত্রাস, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে জেলা পুলিশ সবসময় তৎপর এবং এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট