1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে অব্যাহতি

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে স্বেচ্ছাসেবক দল পাংশা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. নূরুল ইসলামকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

রোববার (২৫ মে) রাত সাড়ে ১১টায় জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান।

এর আগে শনিবার (২৪ মে) স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক আব্দুল মালেক খান এবং সদস্য সচিব তুহিনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।

রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুল মালেক খান বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত ছিল পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নূরুল ইসলাম। বিষয়টি তদন্ত করে আমরা এর সত্যতা পাই। এজন্য তাকে দল থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট