রাজবাড়ী সদর উপজেলায় শিক্ষা মন্ত্রণালয়ের পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি) প্রকল্পের আওতায় ২০২২ ও ২০২৩ সালের ৩১ জন কৃতি শিক্ষার্থী পেয়েছেন সম্মাননা ও এককালীন আর্থিক সহায়তা।
বুধবার (৩০ জুলাই) রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোঃ সাইদুর রহমান।
তিনি বলেন, “পারফরম্যান্স বেজড গ্র্যান্টস কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে গুণগত শিক্ষা অর্জনের আগ্রহ সৃষ্টি করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে। আজ যাঁরা সম্মাননা পেয়েছেন, তাঁরা শুধু নিজেদের নয়, পুরো প্রতিষ্ঠান ও সমাজের গর্ব।”
তিনি আরও বলেন, “শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে, যাতে আগামীতে আরও শিক্ষার্থী এই সম্মাননা পেতে পারে। শিক্ষকেরা যদি আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে।”
জানা গেছে, নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত এককালীন অনুদান প্রদান করা হয়েছে। সম্মাননা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে চন্দনী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ছয় শিক্ষার্থী রয়েছেন।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি গাজী আহসান হাবীব প্রমুখ।
আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারহানা জাহান মিনির সঞ্চালনা অনষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(অঃদাঃ) কাজী এজাজা কায়সার এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন বেথুলিয়া বিএস কামিল মাদ্রাসার শিক্ষার্থী ইসরাত জাহান, অভিভাবক খন্দকার আব্দুর রাজ্জাক।
এসময় রাজবাড়ী টিটিসির অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ আরিফ হোসেন তালুকদার,রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস,ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন, অংকুর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোঃ নাজমুল হাসান, সহকারী জেলা শিক্ষা অফিসার মোছাঃ শামসুন্নাহার চৌধুরী, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার আনিস উদ্দিন মল্লিক,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, অভিভাবক ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply