1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষ, ১৫শিক্ষার্থী ও ২ জন স্থানীয় ব্যক্তিআহত

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।  সোমবার সন্ধ্যায় নগরীর ভদ্রা হজের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৫ জন রুয়েট শিক্ষার্থী ও ২ জন স্থানীয় ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, রুয়েট শিক্ষার্থী রকি ও শুভ পদ্মা আবাসিকের হাজির মোড়ে একটি দোকানে কেনাকাটা করতে যায়। কেনাকাটা শেষে বিল দিতে গিয়ে ৫০০ টাকার নোট দিলে দোকানি খুচরা না থাকায় তাদের আরও জিনিস কেনার জন্য বলেন; কিন্তু তারা আরও জিনিস কিনতে রাজি না হওয়ায় দোকানি তাদের সাথে বাজে আচরণ করেন।

এক পর্যায়ে দোকানি বের হয়ে এসে গলা চেপে ধরে ও গালাগালি করে এবং তাদের মারধর করে। শুভর মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়, ফলে তার মাথা ফেটে যায়। তারা কল করে বন্ধুদের ডাকলে রুয়েটের ৬০-৭০ জন শিক্ষার্থী ও অধ্যাপকরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় পুলিশ ও সেনাবাহিনীও উপস্থিত হয়। পরে স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর রড, চাপাতি, রামদা নিয়ে আক্রমণ করে, এতে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

এ ঘটনায় রুয়েট ছাত্রকল্যাণ উপ-পরিচালক ড. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, রুয়েট প্রশাসন বাদী হয়ে মতিহার থানায় ৫ জনের নাম উল্লেখ ও ৫০ জন অজ্ঞাতনামা মামলা করেছে। ঘটনার তদন্ত করে হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। দোষীদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত আমরা মামলা চালিয়ে যাব।

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন, সংঘর্ষে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট