রাণীশংকৈল ও নেকমরদ বাসস্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়ের অভি,যো,গের ভিত্তিতে মঙ্গলবার (১১ জুন) রাতে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল মাজলুবিন রহমান সেনাবাহিনীর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভি,যানে শ্যামলী ও রাহবার পরিবহনকে ৬০০০ টাকা জরি,মা,না করা হয়। সেনাবাহিনীর সহায়তায় পরিচালিত এই অভি,যা,নে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।
সেই সাথে শুধু রাহবার পরিবহনই নয় আরো অন্যান্য নামি বেনামী যত পরিবহন আছে সকল ব্যানারের কাউন্টার গুলোতে গিয়ে মেহেরবানী করে অভিযান চালানো হোক