1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন

রামপুরায় কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

রাজধানীর রামপুরায় কাভার্ড ভ্যানের চাপায় এস এম মোয়াজ্জেম হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত মোয়াজ্জেম নরসিংদী জেলার শিবপুর থানার পাঁজতলা এলাকার মৃত আবুল হোসেনের সন্তান। তিনি রাজধানীর উত্তর শাহজাহানপুরের ২০১/২ নম্বর বাসায় থাকতেন।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, গতকাল (সোমবার) রাত সাড়ে ১২টার দিকে রামপুরা টিভি ভবনের সামনে শাপলা গোল চত্বর এলাকার পাকা রাস্তা থেকে একজনের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তির নাম মোয়াজ্জেম হোসেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী। আশপাশের লোকমুখে জানতে পারি রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট