1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন

রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফনকৃতদের শনাক্তের কাজ চলছে

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যেসব শহীদকে রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়েছে তাদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। আমরা তাদের পাশে থাকব।

শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের পর এসব কথা বলেন নাহিদ ইসলাম।

dhakapost

কবর জিয়ারতের পর উপদেষ্টা শহীদদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজখবর নেন।

পরে নাহিদ ইসলাম বলেন, শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। শহীদদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে। রায়েরবাজার কবরস্থানে দাফনকৃত অজ্ঞাত পরিচয়ের শহীদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে।

শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান প্রসঙ্গে তিনি বলেন, আগামী মাসের শুরুতেই শহীদ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম চালু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট