1. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

রিটার্ন দাখিলের প্রমাণপত্র থেকে রেলওয়েকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ রেলওয়েকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র বা পিএসআর জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে রাষ্ট্রীয় এ সংস্থাকে রিটার্ন দাখিলের নথিপত্র জমা দিতে হবে না।

রোববার (৭ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে। এর ফলে সরকারি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেলওয়ে আয়করের আওতাভুক্ত থাকবে না। তাদের কাছে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণও চাওয়া হবে না।

এনবিআরের কর নীতি উইং থেকে জারি করা এ আদেশে সই করেন দ্বিতীয় সচিব (কর আইন-১) নুসরাত ফারজানা। যেখানে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ে সরকারি প্রতিষ্ঠান ও করযোগ্য সত্তা নয় বিধায় জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৬৪-এর উপধারা (৪)-এর ক্ষমতাবলে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করা হতে এতদ্দ্বারা অব্যাহতি দেওয়া হলো।

বিভিন্ন সূত্রে জানা যায়, সরকারি দপ্তরগুলোতে কর-সংক্রান্ত কাগজপত্র দাখিল ও ব্যবস্থাপনা নিয়ে প্রায়ই নানামুখী জটিলতার সৃষ্টি হয়। তবে এনবিআরের সাম্প্রতিক এ নির্দেশনার ফলে রেলওয়ের ক্ষেত্রে সেসব প্রক্রিয়াগত সমস্যা আর থাকবে না বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি,  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

   
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট