নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা ও পূর্বাচল উপ-শহরের আশপাশের এলাকার অনুমোদনহীন ৮/১০টি আবাসন প্রকল্পে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।
২৪জুলাই বৃহস্পতিবার দিনব্যাপী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার(ভূমি) মোঃ তাছবীর হোসেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল আলমসহ বিপুল সংখ্যক পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, ভূমি ও পরিবেশ রক্ষায় অনুমোদন ব্যতীত কোন আবাসন প্রকল্প গড়ে তোলা যাবে না। জমি কিংবা প্লট ক্রয়ের পূর্বে অবশ্যই প্রকল্পের বৈধতা যাচাই করতে হবে।
সরকারি অনুমোদনহীন পূর্বাচল বেস্টওয়ে সিটি, পূর্বাচল রিজেন্ট টাউন, পূর্বাচল ইস্টউড সিটি, পূর্বাচল ভ্যালির অবৈধ স্থাপনাও চিহ্নিত করা হয়েছে।
এ ধরণের অবৈধ কার্যক্রম রুখে দিতে এবং রাষ্ট্রীয় সম্পদ জনস্বার্থ রক্ষায় প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply