1. info@www.tarangotv.com : TV :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন

রূপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে আদালতে মামলা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

‎ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি দখল ও চাঁদা দাবি, হামলা-হুমকির ঘটনায় পাঁচ জনের  বিরুদ্ধে আদালতে মামলা  দায়ের করা হয়েছে ।

 

তারাব পৌরসভার কান্দাপাড়া এলাকার মতিউর রহমান ভুইয়ার ছেলে রোবেল ভুইয়া বাদী হয়ে নারায়ণগঞ্জ রূপগঞ্জ আমলী আদালতের বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ৪৭৭/২০২৫ নং সি.আর মামলা দায়ের করেন। মামলার  আসামিরা হলেন,  মাহাবুব খান (৬৫), কে.এম সিয়াম খান (৩৫), আফজাল কবির, হাসান ইমাম বাবুল ওরফে হাজী বাবুল ও আরিফসহ অজ্ঞাত আরো ৪-৫ জন।


‎ অভিযোগ সূত্রে জানা যায়, বাদী রূপগঞ্জের মাসাব মৌজার আর.এস দাগ নং ৪৩৮ এর ১৯ শতাংশ জমি শংকর চন্দ্র বিশ্বাসের কাছ থেকে ২০২৩ সালের ২১ মে রেজিস্ট্রিকৃত বায়নাপত্র দলিলের মাধ্যমে ক্রয় করেন। জমিটি তিনি তার অংশীদার শাহ আলম ভুইয়া, খোকন ভুইয়া, বাদল চন্দ্র মণ্ডল ও মিঠুন চন্দ্র বিশ্বাসের সঙ্গে যৌথভাবে ক্রয় করেন। ক্রয়কৃত জমিতে সাইনবোর্ড স্থাপন করে তারা দখল ভোগ করছিলেন।

‎কিন্তু ১নং আসামি মাহাবুব খান ও তার ছেলে কে.এম সিয়াম খানসহ অন্যরা অবৈধভাবে উক্ত জমির দাবি তোলে এবং জমির সাইনবোর্ড তুলে ফেলার চেষ্টা চালায়। বাদীর অভিযোগ, গত ৪ জুলাই ২০২৫ তারিখে রাত ৯টার দিকে আসামিরা দা, ছুরি, চাকুসহ সশস্ত্র অবস্থায় জমিতে প্রবেশ করে দুটি সাইনবোর্ড তুলে নেয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। বাধা দিতে গেলে তারা বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়।

‎পরবর্তী সময়ে ৫ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৫টার দিকে আসামি আফজাল কবির ও মাহাবুব খান বাদীর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। বাদী জানায়, রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়ার পর তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোক্তার হোসেন বিষয়টি তদন্তের জন্য বাদী ও আসামীদের থানায় ডেকে পাঠান। কিন্তু থানার ভেতরেও আসামিরা পুলিশের উপস্থিতিতে বাদীর কাছে পুনরায় চাঁদা দাবি করে এবং জীবননাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়।

‎মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জে তদন্তাধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট