1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

রেললাইনে ফোনে কথা বলতে বলতে ট্রেনে কাটা

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

রেললাইন ধরে হাঁটতে হাঁটতে মুঠোফোনে কথা বলছিলেন আবদুল মজিদ (৪৫)। এমন সময় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তার।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ রেলস্টেশনের পাশে সিদ্ধেশ্বরী কালী মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মজিদ জেলার নিকলী উপজেলার ভাটি বরাটিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

 

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. লিটন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, আব্দুল মজিদ রেললাইনে হাঁটতে হাঁটতে মোবাইল ফোনে কথা বলছিলেন। ট্রেন কাছাকাছি এলে লোকজন তাকে সতর্ক করে জোর গলায় ডাকাডাকি করলেও তিনি  শুনতে পাননি। ফলে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে তার।

খবর পেয়ে জিআরপি পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট