ফরিদপুরে মধুখালীতে দাঁড়িয়ে থাকা আখবাহী একটি লরিতে ধাক্কা খেয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) ভোর সোয়া ৫টার দিকে মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের স্যানখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম এনামুল হক (২৮)। তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় মহেষপুর গ্রামের নজর আলীর ছেলে। এ ঘটনায় কাইয়ুম মোল্লা (৩৫) আহত হয়েছেন। তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কচুয়া গ্রামের বাসিন্দা। কাইয়ুম মোল্লা সম্পর্কে নিহত এনামুলের ভগ্নিপতি।
করিমপুর হাইওয়ে পুলিশের কানাইপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, স্যানখালিতে দাঁড়িয়ে থাকা একটি আখবাহী লরির পেছনে মাগুরা থেকে আসা ফরিদপুরগামী একটি মোটরসাইকেল ধাক্কা দিলে দুই আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে এনামুলকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আহত কাইয়ুমকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয়।
করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, এ ব্যাপারে হাইওয়ে থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply