বিশ্বের সর্বশ্রেষ্ঠ ও সর্ববৃহৎ আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভূক্ত লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে হাটহাজারী বজ্রধাম পল্লীতে প্রায় ২০০০টি ঔষুধি, ফলজ ও বনজ গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।
সংগঠনের প্রেসিডেন্ট লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ সভায় উপস্থিত ছিলেন লায়ন গাজী আবু জাফর, লায়ন জসিম উদ্দিন বাবুল, লায়ন জানে আলম, লায়ন কাসেম, লায়ন ফোরকানুল আমিন, লায়ন সেলিম সিকদার, লায়ন শুভাশীষ চৌধুরী, লায়ন ড. তরুণ কুমার আচার্য্য, লায়ন অর্চ্চণা রাণী আচার্য্য, লায়ন সলিল আচার্য্য, লায়ন রাজু আচার্য্য, লায়ন ইসমাইল হোসেন, লায়ন স্বপন সাহা, লায়ন মারুপা আকতার, লায়ন কামরুন নাহার সিকদার, অমৃত লাল দে, শ্রীশ্রী উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী, চন্দন দে, শ্যাম সুন্দর বৈষ্ণব, বাগীশিক ধলই ইউনিয়ন সংসদের কর্মকর্তাবৃন্দ, সূর্যগিরি আশ্রমের কর্মকর্তাবৃন্দ, পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, প্রত্যেকে অন্তত ১টি করে গাছ লাগান। অক্সিজেন গ্রহণ করুন, পরিবেশ বাঁচান, সবুজ বনায়ন দেশ রাষ্ট্রের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ। সবাই যার যার অবস্থান থেকে ঔষুধি, ফলজ ও বনজ গাছ লাগান ও বিতরণ করুন
Leave a Reply