শতভাগ স্বচ্ছ নিয়োগের প্রত্যয়, দালালচক্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার
ব্রাহ্মণবাড়িয়া, ৮ মে ২০২৫:
পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষাকে ঘিরে স্বচ্ছতা নিশ্চিত করতে দৃঢ় অবস্থান নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "লিখিত পরীক্ষায় বাছাই হওয়া ২৮৫ জন প্রার্থীর হাতে আমি ব্যক্তিগতভাবে আমার ফোন নম্বর তুলে দিয়েছি। তাদেরকে স্পষ্টভাবে বলেছি—যদি কেউ টাকা চায়, তাহলে যেন আমাকে সরাসরি জানায়। আমি তখন বুঝতে পারব, সেই টাকাটা আদৌ আমি পাব কি না।"
তিনি আরও বলেন, "আমার বিবেক দংশন করছে। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ দেব আমি, আর দালালরা কৌশলে টাকা নিয়ে যাবে—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"
পুলিশ সুপার জানান, তিনি চাইছেন একশভাগ স্বচ্ছ এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে, যেখানে কোনো ধরনের দালালি কিংবা ঘুষের সুযোগ থাকবে না। নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা আর্থিক লেনদেন হলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
এমন অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ প্রার্থীরা এবং জেলার বিভিন্ন মহল। স্বচ্ছ নিয়োগের এমন প্রয়াস আগামীতেও যেন চলমান থাকে—এমন প্রত্যাশা সকলের।