সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
শুক্রবার এক শোকবার্তায় উপাচার্য বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আপসহীন এবং নির্ভীক এক কণ্ঠস্বর। জুলাই গণঅভ্যুত্থানের সময় গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি যে সাহসিকতা, দৃঢ়তা ও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন, তা দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।তিনি আরও বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়েও ন্যায়, অধিকার ও গণতন্ত্রের পক্ষে শরিফ ওসমান হাদির বলিষ্ঠ অবস্থান তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
শোকবার্তায় অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম উল্লেখ করেন, সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে শরিফ ওসমান হাদির এই অকাল প্রয়াণ শুধু একটি প্রাণহানি নয়; বরং এটি দেশের রাজনৈতিক, সামাজিক ও নৈতিক পরিসরে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এই সাহসী যোদ্ধাকে শহিদ হিসেবে কবুল করেন।
একই সঙ্গে উপাচার্য মরহুমের শোকসন্তপ্ত স্ত্রী, পরিবার-পরিজন, সহযোদ্ধা, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের প্রতি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহ তায়ালা যেন তাঁদের এই শোক সহ্য করার শক্তি দান করেন—এই প্রার্থনা জানান।