শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর এলাকা থেকে শির্ষ সন্ত্রাসী ফুয়াদ সরকার ( আহসান উল্যাহ,) একটি এয়ারগান, দেশীয় অস্ত্র এবং মাদকেদ্রব্য ব্যাবহারের বিভিন্ন সরঞ্জাম সহ গ্রেফতার করে বাংলাদের যৌথবাহিনী।
শুক্রবার (০২ জানুয়ারি) কার্তিকপুর বাজারের পার্শের একটি মাছের খামার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ফুয়াদ সরকার (৫৫) সখিপুর থানার, চর হোগলা এলাকার মৃত ফয়েজুল্লাহ সরকারের ছেলে।

গ্রেফতারকৃত ফুয়াদ সরকার ফ্যাসিষ্ট সরকারের সাবেক পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামিম এর আপন ফুপাতো ভাই এবং এনামুল হক শামিম এর চাঁদাবাজ, দখলবাজ গ্রুপের নেতৃত্বদাতা।
এলাকার মানুষজনের কাছে ফুয়াদ এক ভয়াবহ আতন্কের নাম।
স্থানীয় শুত্রে জানা যায়, ফ্যাসিষ্ট সরকারের সময়ে এমপি এনামুল হক শামিম এর প্রভাব বিস্তার করে মানুষের জমি দখল, চাদাবাজিসহ নানামুখী অজরাধে জরিত ফুয়াদ। এলাকার কিছু তরুনি মেয়েদের রাতেরবেলা বাড়িথেকে জোর পুর্বক ধর্ষণ করতো ফুয়াদ কিন্তু তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ নেই। কেউ কখা বলার চেষ্টা করলেই তাকে ফুয়াদ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে তুলে এনে শারিরীক অত্যাচার চালায় বলে কিছু স্থানীয়রা জানান।

নানামুখী অপরাধ চলমান থাকলে এমতাবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদের সেনাবাহিনীর সদস্যরা ফুয়াদের সকল অপকর্মের নেতৃত্বের স্থান তার মৎস্য খামারে অভিযান চালালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়েই বিদেশী সকল অস্ত্র নিয়ে পালিয়ে যায় ফুয়াদের সহযোগীরা। কিন্তু অতিরিক্ত মাদকাসক্ত থাকায় ফুয়াদ পালাতে না পেরে গ্রেফতার হয়।
এবং পরবর্তীতে ফুয়াদের ঘড় তল্লাশি করে একটি এয়ার গান, ইয়াবা খাওয়ার বিভিন্ন সরঞ্জাম এবং যৌন উত্তেজক ট্যাবলেট সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) তানভীর হাসান বলেন যৌথ বাহিনির অভিযানে ফুয়াদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রকৃয়াধীন রয়েছে