
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন চরসাতমাটিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ও ঘরের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টার দিকে আফজাল সরদারের বসতবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় গোসাইরহাট ফায়ার স্টেশনের একটি ইউনিট। গ্রামবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মী মিল্টন মন্ডল।
অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা—বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয়রা জানান, হঠাৎ করেই আফজাল সরদারের ঘরে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরেকটি বসতঘরে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী আপ্রাণ চেষ্টা করলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে। স্থানীয়দের দাবী—দ্রুত সরকারি পুনর্বাসন সহায়তা প্রদান জরুরি।
© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।