শরীয়তপুর জেলায় চারলেন সংযোগ সড়ক নির্মাণ, পদ্মা নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ, নদী ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে তীর রক্ষাবাদ এবং চলমান ব্রিজগুলো দ্রুত নির্মাণের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাজিরা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পদ্মা নদীতে অবৈধভাবে কাঁটার ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে ভয়াবহ নদী ভাঙন দেখা দিচ্ছে। ইতোমধ্যে শত শত পরিবার জমি ও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে। এভাবে বালু উত্তোলন চলতে থাকলে জেলার জীবন-জীবিকা, কৃষিজমি ও অবকাঠামো মারাত্মক হুমকির মুখে পড়বে।
বক্তারা আরও বলেন, নদী ভাঙন প্রতিরোধ এবং অবকাঠামো উন্নয়নের জন্য চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন না হলে জেলার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। বিশেষ করে চারলেন সংযোগ সড়ক ও ব্রিজ নির্মাণ দ্রুত সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে।
সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসক (ডিসি) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রধান করেন সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত ও সচিব জনাব গোলাম মোহাম্মদ এবং সাবেক প্রধান বন সংরক্ষক জনাব মো. ইউনুস আলী।
তারা বলেন, “শরীয়তপুরবাসীর জীবন, জীবিকা ও নিরাপত্তা রক্ষায় অবিলম্বে এসব দাবিগুলো বাস্তবায়ন করা সময়ের দাবি। পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত ড্রেজার মালিকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।”
সাবেক রাষ্ট্রদূত ও সচিবরা আরও জানান, সরকারের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ হলে শরীয়তপুরবাসী সুফল ভোগ করতে পারবে এবং জেলার উন্নয়ন গতি পাবে
Leave a Reply