নোয়াখালীতে শাপলা কলি প্রতীকে ভোট চান সুলতান মুহাম্মদ জাকারিয়া-সেনবাগের ছমিরমুন্সীর হাট ও সেনবাগ রাস্তার মাথায় লিফলেট বিতরণ।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র যুগ্ম আহবায়ক ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে সংসদ সদস্য প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা করে দিনব্যাপী ব্যাপক জনসংযোগ করেন।
সেনবাগের ছমিরমুন্সীর হাট ও সেনবাগ রাস্তার মাথায় লিফলেট বিতরণ, ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও ঘরে ঘরে সমর্থন চেয়ে তিনি এ কর্মসূচি পরিচালনা করেন। তার উপস্থিতিতে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়, বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণে জনসংযোগ কর্মসূচি এক পরিণত হয় প্রাণবন্ত গণমোহনায়।
জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—
সেনবাগ উপজেলা সংগঠক প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, উপজেলা সংগঠক মামুন হোসাইন, সেনবাগ পৌর সংগঠক জামাল হোসেন আনোয়ার, পৌর সংগঠক মো. সোয়াইফ উদ্দিন শামীমসহ জাতীয় নাগরিক পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও সরেজমিন উপস্থিত থেকে পুরো জনসংযোগ কার্যক্রম ধারন ও প্রতিবেদন তৈরি করেন।
এনসিপি নেতৃবৃন্দ বলেন, “শাপলা কলি উন্নয়নের প্রতীক-জনগণের ভোটে নির্বাচিত হয়ে এ অঞ্চলের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে রূপান্তরমূলক পরিবর্তন আনা হবে।”
এ প্রচারণায় তরুণ-যুবকদের অংশগ্রহণ বাড়ায়, নির্বাচনী মাঠে নতুন প্রাণ সঞ্চার হয়েছে বলেও স্থানীয়রা মন্তব্য করেন