জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার থেকে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করবে সংগঠনটি।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাজী আহাদ।
প্রেস ব্রিফিংয়ে কাজী আহাদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এখানকার শিক্ষার্থীরা সেভাবে প্রাধান্য পাচ্ছে না। এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে মাত্র ৬১ জন শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। যেখানে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষকের সংখ্যা প্রায় ৭০০। অর্থাৎ জবি শিক্ষার্থীদের মধ্য থেকে জবিতে শিক্ষক নিয়োগ ১০% এরও কম।
তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে দৃঢ়ভাবে দাবি জানাচ্ছি যে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাধান্য দিতে হবে। আমাদের বিশ্বাস, জবি থেকে ভিসি এবং ট্রেজারার নিয়োগের ফলে জবির উন্নতি যেমন দৃশ্যমান তেমনভাবে জবির শিক্ষার্থীদের শিক্ষক নিয়োগে প্রাধান্যের নীতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ঐতিহ্য সংরক্ষণ করা সম্ভব হবে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে একটি মজবুত সম্পর্ক গড়ে উঠবে।
গণস্বাক্ষরের কথা উল্লেখ করে কাজী আহাদ বলেন, আমাদের এই ন্যায্য দাবির পক্ষে আমরা আগামীকাল থেকে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করতে যাচ্ছি। এই কর্মসূচির মাধ্যমে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষকবৃন্দের সমর্থন কামনা করছি।
Leave a Reply