
শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, বিজ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীলতার কার্যকর সমন্বয়ের মাধ্যমেই সবুজ শিল্পায়ন এবং জলবায়ু পরিবর্তনজনিত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। টেকসই ভবিষ্যৎ গড়তে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিত ‘দ্বিতীয় আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন : সবুজ শিল্পের জন্য উদ্ভাবন ও প্রযুক্তি’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, প্রকৌশল ও মৌলিক বিজ্ঞানের সমন্বয় যেখানে ঘটছে, সেসব শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণা উদ্যোগই ভবিষ্যতের টেকসই সমাধানের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। এ ধরনের সম্মেলন তরুণ গবেষক, শিক্ষার্থী এবং অভিজ্ঞ বিজ্ঞানী ও প্রকৌশলীদের মধ্যে জ্ঞান বিনিময় ও আন্তঃবিভাগীয় সহযোগিতার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে।
তিনি আরও বলেন, দেশে বিজ্ঞানচর্চা ও গবেষণার পরিবেশ জোরদার করতে বিশ্ববিদ্যালয়, সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গবেষণার ফলাফলকে বৃহৎ পরিসরে প্রয়োগ ও বাস্তবায়ন করা সম্ভব হবে।
আন্তর্জাতিক প্রতিযোগিতার এই সময়ে নিজস্ব মেধাস্বত্ব সংরক্ষণে ব্যর্থ হলে আমরা উদ্যোক্তা না হয়ে কেবল ভোক্তায় পরিণত হব। অথচ আমাদের প্রতিভার কোনো ঘাটতি নেই বলেও মন্তব্য করেন তিনি।
© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।