1. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

শেরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতীতে গ্রামীণ ব্যাংকের হাতিবান্ধা শাখা অফিসের গেটের সামনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর রাত ৮টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা তার ফেসবুক আইডিতে আগুন দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেন। রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিডিওতে দেখা যায়, প্রধান উপদেষ্টাকে কটাক্ষ করে স্লোগান দিচ্ছে দুর্বৃত্তরা এবং গ্রামীণ ব্যাংক হাতিবান্ধা শাখার সাইনবোর্ডে আগুন জ্বলছে। দরজায় কোনো দাহ্য পদার্থ দিয়ে আগুন লাগানোরও চেষ্টা করা হয় এবং কার্যলয়ের সামনে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় তাদের কারও চেহারা স্পষ্টভাবে দেখা যায়নি।

শাখা কর্তৃপক্ষ জানায়, অফিসের কোনো কিছুই ক্ষতিগ্রস্ত হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, সংবাদ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংকের শাখাটিতে সামান্য আগুন দিয়ে আতঙ্ক তৈরি করার চেষ্টা হয়েছিল। তবে এতে কোনো ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। এছাড়া যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঝিনাইগাতী থানা পুলিশ সর্বদা মাঠে রয়েছে।

আরো সংবাদ পড়ুন

© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি,  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

   
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট