1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন

শোকাহত আমির, বাতিল করলেন একাধিক কাজ

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় স্তম্ভিত গোটা ভারত। বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করার কিছুক্ষণ পরই এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ বিমানটি ভেঙে পড়ে। জনবসতিপূর্ণ এলাকায় বিমানটি আছড়ে পড়ায় সেখানকার বাসিন্দারাও ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। এই পরিস্থিতিতে বলিউডের তারকারা গভীর শোক প্রকাশ করছেন।

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানও এই দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত। তার সহযোগী দলের পক্ষ থেকে একটি বিশেষ বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই দুঃখজনক বিমান দুর্ঘটনার জেরে আমরা ভীষণভাবে মর্মাহত। এমন বড় ক্ষতির মুহূর্তে নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।’

দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই আমির খান ভেঙে পড়েছেন এবং তার পূর্বনির্ধারিত কয়েকটি বড় কাজ বাতিল করেছেন। এর আগে সালমান খানও এই দুর্ঘটনার জেরে নিজের একটি বড় কাজ বাতিল করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

আহমেদাবাদের এই বিমান দুর্ঘটনায় বলিউডের আরও অনেক তারকা শোক প্রকাশ করেছেন। রিতেশ দেশমুখ, পরিণীতি চোপড়া, অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, সানি দেওল, আনুশকা শর্মাসহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই কঠিন সময়ে গোটা ভারতের সঙ্গে বলিউডও শোকাহত এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিচ্ছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট