1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন

শ্যামপুরে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি, থানায় জিডি

(ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

যুগান্তরের সিটি রিপোর্টার মোহাম্মদ হা-মীমকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হোসেন মৃধা নামে এক আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে।

বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ওই সংবাদকর্মীর মুঠোফোনে ফোন দিয়ে হোসেন মৃধা তাকে অকথ্য ভাষায় গালাগাল, ভয়ভীতি ও দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্ত হোসেন মৃধা বরগুনা জেলার আমতলী  উপজেলার ৩নম্বর আঠারোগাছিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব সোনাখালী গ্রামের ইউসুফ মাস্টারের ছেলে। তার বিরুদ্ধে আঠারোগাছিয়া ইউপিতে নৌকার টিকিটে মনোনীত একাধিকবার চেয়ারম্যান হারুন অর রশিদ ও তার ভাই নুরুল ইসলাম নামে আরেক আওয়ামী লীগ নেতার হয়ে এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালানোর অভিযোগ রয়েছে।

হুমকির ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে ঢাকার শ্যামপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন সংবাদকর্মী হা-মীম। যার সাধারণ ডাইরি (জিডি) নাম্বার ৭৩৫।

সাংবাদিক হা-মীম জানান, তার ফেসবুক আইডির ফ্রেন্ডলিস্টে যুক্ত থাকা জনৈক এক ব্যক্তির পোস্টের কমেন্ট বক্সে লেখেন- ‘এগুলো কি হচ্ছে, সে-তো আওয়ামী লীগের নেতা এবং নির্বাচন করেছেন, এখন কিভাবে বিএনপি হয়ে গেল’। এরপর হোসেন মৃধা মুঠোফোনে আমাকে গালাগাল, ভয়-ভীতিসহ হুমকি দেন। বর্তমানে আমি চরম নিরাপত্তা ঝুঁকিতে রয়েছি।

এ বিষয়ে হোসেন মৃধা মোহাম্মদ হা-মীমের চাচা মোহাম্মদ হাবিবুর রহমানকে বুধবার ফোন করে বলেন, তাকে নিয়ে যেন আর কিছু না লেখা হয় সেটি হা-মীমকে বলে দেবেন।

এ বিষয় শ্যামপুর মডেল থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, যুগান্তরের সংবাদিক হা-মীমকে হুমকি ও তাকে দেখে নেওয়ার বিষয়টি আমাকে অবগত করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট