1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

শ্যামপুরে ১৯ মামলার আসামিসহ ১১ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

রাজধানীর শ্যামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৯টি মামলার আসামি অনিক পান্নাসহ ১১ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তাররা হলেন- অনিক পান্না (৩৫), মো. আল-আমিন (১৯), শুভ শেখ (৩০), মো. সুজন চৌধুরী (২৮), মো. শাকিল (১৯), মো. মিরাজ হোসেন (২০), মো. জিয়ানুর রহমান (৩৪), মো. দুলাল মিয়া (৪০), মো. রফিকুল ইসলাম মিলন (৩০), মো. সজিব শেখ ওরফে সৈকত ও রুবেল।

শুক্রবার (৩০ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, শ্যামপুর থানার বিশেষ টহল ও ছিনতাই প্রতিরোধ টিম মে মাসজুড়ে ধারাবাহিক অভিযান পরিচালনা করে এসব ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সবাই পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য।

তিনি আরও বলেন, গ্রেপ্তার অনিক পান্নার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, মাদক ও ছিনতাইসহ ১৯টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট