রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনরত অবস্থায় এক সংবাদকর্মীর উপর নৃশংস ও বর্বর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে
এক বিবৃতিতে প্রেসক্লাব জানায়, “জাতির বিবেক সংবাদকর্মীরা আজও নিরাপদ নন। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে, বিনা পারিশ্রমিকে রাষ্ট্র ও জনগণের জন্য কাজ করছেন তারা। অথচ সুরক্ষা পাওয়ার বদলে তারা সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হচ্ছেন।”
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, “এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আমাদের প্রশ্ন—আর কত রক্ত ঝরলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হবে? আর কত সংবাদকর্মীর আত্মত্যাগের পর রাষ্ট্র ও প্রশাসনের দৃষ্টি পড়বে এই পেশার প্রতি?”
প্রেসক্লাবের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বিবৃতিতে আরও বলা হয়, “দয়া করে এই নিষ্ঠুরতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুন, যাতে আর কোনো সংবাদকর্মী রক্ত দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে না হয়।”
উল্লেখ্য, সম্প্রতি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনরত অবস্থায় এক স্থানীয় সংবাদকর্মীর উপর হামলার ঘটনা গণমাধ্যমকর্মীদের মাঝে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে।
সাংবাদিক সমাজ দাবি জানিয়েছে—ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
Leave a Reply