1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার ঘোষণা দিয়ে হিযবুত তাহরীরের মিছিল, ব্যর্থতা মানতে নারাজ পুলিশ

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

আগাম ঘোষণা দিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর রাজধানীতে মিছিল করলেও নিজেদের ব্যর্থতা মানতে নারাজ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার (৮ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পুলিশ চাইলে আগেই প্রতিরোধ করতে পারতো, এতে মুসল্লিরা আক্রান্ত হতো জানিয়ে সাজ্জাত আলী বলেন, আমরা গেটেই তাদের ডিসপাচ করতে পারতাম কিন্তু সেখানে আমরা অ্যাকশনে গেলে মুসল্লিরা আক্রান্ত হতেন। মুসল্লিদের ক্ষতি হতে পারতো, সেজন্য অত্যন্ত সুক্ষ্মভাবে চিন্তাভাবনা করে তাদের বিচ্ছিন্ন করে পল্টন মোড় থেকে বিজয়নগরের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তখন আমরা অ্যাকশনে গেছি।

২২ জন হিযবুত তাহরীর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পরশু থেকে এখন পর্যন্ত হিযবুত তাহরীরের ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

ঘোষণা দেওয়ার আগে থেকেই ঢাকায় টানা কয়েকদিন ধরে হিযবুত তাহরীর পোস্টারিং করছিল। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন রাত আড়াইটার সময় আপনি একাও ৫০০ পোস্টারিং করে আসতে পারবেন। ঢাকা শহরে এতো গলি, আপনি যদি মনে করেন আজকে রাতে আমি পুলিশ কমিশনারের বিরুদ্ধে ৫০০ পোস্টারিং করবো, এটা সম্ভব।

ককটেল নিক্ষেপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা কাজ করছি, খতিয়ে দেখছি। ধৈর্য ধরেন, বের হবে।

ঢাকায় মবের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মব জাস্টিসের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালও বলেছেন। ২-৩টি ঘটনা হয়ে গেছে। যে কোনো জায়গায় অভিযান পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন ল এনফোর্সমেন্ট এজেন্সি। আমি সবাইকে অনুরোধ করবো, কোনোভাবেই কোনো বাড়িতে, কোনো অফিসে অভিযান চালিয়ে তছনছ করার অধিকার কারো নেই। কোনো খবর থাকলে আমাদের খবর দিন, অভিযান আমরা পরিচালনা করবো।

এসময় উপস্থিত ছিলেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক, যুগ্ম কমিশনার রবিউল (ডিবি) ইসলাম ও মোহাম্মদ নাসিরুল ইসলাম, রমনার ডিসি মাসুদ আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট