1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

সংসদের বর্ষাকালীন অধিবেশন অপারেশন সিঁদুর-বিহার-ট্রাম্প নিয়ে প্রশ্নের মুখে পড়বেন মোদি

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

ভারতের সংসদে শুরু হচ্ছে বর্ষাকালীন অধিবেশন। আজ থেকে শুরু হওয়া অধিবেশন চলবে ১২ আগস্ট পর্যন্ত। কাশ্মিরের পেহেলগামে হামলার পর সংসদের এই প্রথম অধিবেশনে অপারেশন সিঁদুর, ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি এবং বিহারের বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে সরকারের ওপর চাপ বৃদ্ধির কৌশল নিয়েছে বিরোধী দলগুলো। 

সংসদের অধিবেশন শুরুর আগে প্রথা মেনেই গতকাল সর্বদলীয় বৈঠক ডেকেছিল কেন্দ্র। বৈঠকে যোগ দেন ৫৪টি দলের প্রতিনিধিরা। সেখানে কয়েকটি বিরোধী দলের সদস্যরা ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সবিস্তার আলোচনা এবং বিতর্কের দাবি জানান।

শাসকজোট এনডিএ-র শরিক দলের কয়েক জন সাংসদও এই প্রস্তাবকে সমর্থন করেন। এ ছাড়া বিহারে বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সমীক্ষা এবং ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দাবি নিয়েও সরকারকে প্রশ্নবাণে বিদ্ধ করতে চাইছে বিরোধী দলগুলো।

গতকাল সর্বদলীয় বৈঠকের পর কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু বলেছিলেন, আমরা পেহেলগামে সন্ত্রাসবাদী হামলা এবং অপারেশন সিঁদুরের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করতে রাজি। সরকার কখনও এই বিষয়গুলো নিয়ে আলোচনায় নীরব থাকবে না।”

ট্রাম্পের দাবির বিষয়েও সরকার সংসদে উপযুক্ত জবাব দেবে বলে আশ্বস্ত করেন রিজিজু। তবে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অপারেশন সিঁদুর বা পেহেলগামে হামলার বিষয় নিয়ে সরাসরি মুখ না-ও খুলতে পারেন। সে ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বিরোধীদের জবাব দিতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সূত্র : আনন্দবাজার। 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট