ইতিহাস গড়ে বিজয়ের পথে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা না হলেও ভিপিসহ শীর্ষ তিন পদে এগিয়ে রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। রাত থেকেই শিবিরের জয়জয়কার চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর মধ্যেই কৃতজ্ঞতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমানত ও আস্থা রক্ষা করবেন বলে জানালেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল লেখেন, মহান রবের কাছে লাখো কোটি শুকরিয়া। যিনি আমাদের এমন বিজয় দান করেছেন। জুলাইয়ের সব শহীদ ও ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহকালীন হিটস্ট্রোকে নিহত তরিকুল ইসলামের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও রবের কাছে উত্তম প্রতিদান কামনা করছি।
তিনি আরও লেখেন, যে ক্যাম্পাসে বাতিল শক্তি আমাদের লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, সেই ক্যাম্পাসেই মহান রব আমাদের সম্মানিত করেছেন। আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রেখেছে; আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমানত ও আস্থা রক্ষা করব, ইনশাআল্লাহ।
নুরুল ইসলাম সাদ্দাম লেখেন, সর্বোপরি, ডাকসু নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদকর্মী, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্য এবং দেশে-বিদেশে আমাদের জন্য যারা চোখের পানি ফেলে রবের কাছে দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
এদিকে, বুধবার সকাল ৬টা পর্যন্ত মোট আট ভোটকেন্দ্রের ১৮টি হলের ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) সর্বমোট ১৪ হাজার ৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৬৮১ ভোট।
জিএস পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ ১০ হাজার ৮৯৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী তানভীর বারী হামীম ৫ হাজার ২৮৩ ভোট পেয়েছেন। প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।
ফলাফল ঘোষণা করা হলগুলো হলো– শামসুন্নাহার হল, মুহসীন হল, এফ রহমান হল, রোকেয়া হল, এসএম হল, জহুরুল হক হল, জগন্নাথ হল, শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল, জসিম উদ্দীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সূর্যসেন হল ও কুয়েত মৈত্রী হল।