রাজধানীর সবুজবাগ থানার কদমতলা হিরাঝিল রোডের একটি বাসার নিচ তলায় কথিত প্রেমিক লাইসুরকে ভিডিও কলে রেখে তানিয়া আক্তার (২৫) নামে এক নারীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী।
তিনি বলেন, আমরা ভোর রাতের দিকে খবর পেয়ে কদমতলা হিরাঝিল এলাকার একটি বাসার নিচ তলায় পুলিশের একটি টিম পাঠাই। সেখান থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, নিহত তানিয়া আক্তারের আদন নামে সাত বছরের একটি মেয়ে রয়েছে। তার আগের স্বামী বেশ কয়েক বছর আগে মারা যান। গতকাল রাতে লাইসুর নামে দিনাজপুরে এক ব্যক্তির সঙ্গে তিনি ভিডিও কলে কথা বলে এবং ভিডিও কলে তাকে রেখেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। কেউ কেউ বলছেন লাইসুর নামে ওই ব্যক্তিকে তানিয়া আক্তার বিয়ে করেছেন কিন্তু এখন পর্যন্ত এমন কোনো ডকুমেন্ট আমরা পাইনি।
Leave a Reply