ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চানমনি পাড়া ও সৈয়দটুলা গ্রামের মধ্যে দুপুর ১১টা থেকে বিকেলে ৫ ঘটিকা পযন্ত দীর্ঘ ৬ ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে নারী-পুরুষসহ কমপক্ষে ৫০জন ব্যক্তি আহত সহ বাড়িঘরের ব্যাপক ভাঙচুর ও ক্ষতি সাধিত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার (১৫ ডিসেম্বর) মালম মিয়া'র গরুর লাথিকে কেন্দ্র করে চানমনি পাড়া ও সৈয়দটুলা গ্রামের যুবকদেরমধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে অনেককে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় কয়েকটি বসতঘর ও দোকানপাট ভাঙচুরের খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের ভুইয়া জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।