
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগনজ ও বিজয়নগরের একাংশ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোবারক হোসাইন এর সমর্থণে সরাইলে একটি বিশাল বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকালে উপজেলার প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য সাজে মিছিল বের হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মোবারক হোসাইন এর নেতৃত্বে অনুষ্ঠিত উক্ত গণমিছিল ও সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী আমিনুল ইসলাম, জেলা অফিস সম্পাদক এডভোকেট মনিরুজ্জামান, জেলা সমাজ কল্যাণ সম্পাদক আবুল বাশার, সরাইল উপজেলা আমির এনাম খান, আশুগঞ্জ উপজেলা আমির শাহজাহান ভূইয়া, সরাইল উপজেলা সেক্রেটারী নুরুজ্জামান জাবেদ, সরাইল উপজেলা পরিষদে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা কুতুব উদ্দিন, আশুগঞ্জ উপজেলা পরিষদে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাবেদ মুন্সি, সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী তরিকুল ইসলাম তারেক ও জামায়াত নেতা বরকত উল্লাহ মিন্টুসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও বিপুল সংখ্যক সমর্থকবৃন্দ উক্ত গণ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।
© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।