1. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন

সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নে নিম্নমানের রাস্তা ও ব্রিজ নির্মাণে জনমনে ক্ষোভ।

স্টাফ রিপোর্টার :এম বাদল খন্দকার ;
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

শাহজাদাপুর ইউনিয়নের দীর্ঘদিনের প্রাণের দাবী ছিল মলাশই থেকে শাহজাদাপুর সড়কটি মেরামত করা। স্থানীয়দের আশা–প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে অবশেষে শুরু হয় সড়ক ও ব্রিজ নির্মাণের কাজ। কিন্তু কাজ শুরুর পর থেকেই দেখা দেয় নানা অব্যবস্থাপনা, আর শেষ না হতেই কাজের নিম্নমান নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ—বহু বছরের অপেক্ষার পর বহুল প্রত্যাশিত এ রাস্তা ও ব্রিজের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করেছে। কাজ শেষ হওয়ার আগেই ব্রিজে ফাটল দেখা যায়, যা স্থানীয়দের মনে আরও উদ্বেগ সৃষ্টি করেছে।

শাহজাদাপুর ইউনিয়নবাসীর দাবী, “৫০ বছরের স্বপ্নের রাস্তা ও ব্রিজ কি তবে আবার ভগ্নদশার দিকে যাবে?”—এমন প্রশ্ন এখন সবার মুখে মুখে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, “রাস্তাটি আমাদের চলাচলের একমাত্র ভরসা। কিন্তু যেভাবে নিম্নমানের কাজ করা হচ্ছে, তা খুব দ্রুতই ক্ষতিগ্রস্ত হবে। এই অবস্থা দেখে আমরা আতঙ্কিত।”

এলাকাবাসীর আকুল আবেদন, প্রশাসন যেন দ্রুত এই রাস্তা ও ব্রিজের নির্মাণকাজ তদন্ত করে প্রকৃত অবস্থা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তারা মনে করেন, যথাযথ নজরদারি ও মান নিয়ন্ত্রণ ছাড়া এই গুরুত্বপূর্ণ প্রকল্প টেকসই হবে না এবং জনসাধারণের কষ্ট আরও বাড়বে।

প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে শাহজাদাপুর ইউনিয়নবাসীর দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

আরো সংবাদ পড়ুন

© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি,  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

   
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট