গণমাধ্যমকর্মী রিয়াজ উদ্দিন তাহফিমের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দ্রুত বিচার দাবি
আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে, সাংবাদিক ও উত্তরণ মডেল কলেজের সম্মানিত প্রভাষক রিয়াজ উদ্দিন তাহফিম পিএমখালীর স্থানীয় সন্ত্রাসী ইমতিয়াজ ও ঈসমাইলের এলোপাতাড়ি দা-এর কোপে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
রিয়াজ উদ্দিন তাহফিম একজন অত্যন্ত নম্র, ভদ্র ও পরোপকারী ব্যক্তি, যিনি দীর্ঘদিন ধরে পেশাদার সাংবাদিকতা ও শিক্ষাকতার মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রেখে আসছেন।
আমরা এই ন্যক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
সাংবাদিক ও শিক্ষক সমাজ, পাশাপাশি সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানাই—এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন এবং আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হোন।