1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

সাইফের ওপর হামলাকারী গ্রেফতার, নিশানায় ছিলেন শাহরুখও

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। বৃহস্পতিবারই সাইফের বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল দুষ্কৃতকারীর ছবি। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার থেকে চিরুনি তল্লাশি চালাচ্ছিল পুলিশ। বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়েই তার খোঁজ পায় পুলিশ। তখন সেই ব্যক্তি সেখানে ঘোরাফেরা করছিল। তার সন্দেহজনক গতিবিধি নজরে এলে তাকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে দুষ্কৃতকারীর নিশানায় ছিলেন বলিউড বাদশা খ্যাত শাহরুখ খানও। দুদিন আগেই নাকি বান্দ্রায় শাহরুখের বাড়ি অর্থাৎ মান্নাতেও হানা দেয় এক সন্দেহভাজন ব্যক্তি। সাইফের ওপর হামলার ঘটনার তদন্তের মধ্যেই জানা গেল এমন খবর।

আনন্দবাজার এক প্রতিবেদনে দাবি করেছে, বাড়ির ভেতরে প্রবেশ না করলেও বাইরে থেকে চারপাশটা দেখে এসেছিল সেই ব্যক্তি। সাইফের ওপর হামলা করা ওই দুষ্কতকারীই মান্নাতের চারপাশ রেকি করতে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে শাহরুখের বাড়িতেও পৌঁছায় মুম্বাই পুলিশের একটি দল।

জানা গেছে, সাইফের ঘটনার দুদিন আগেই মান্নাতের সামনে এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। ছয় থেকে আট ফুটের একটি লোহার মই বেয়ে মান্নাতে প্রবেশের চেষ্টাও করে সে।

তবে এ বিষয়ে বলিউড তারকা শাহরুখ খানের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, বলিউড অভিনেতা সাইফ আলি খান গত বুধবার গভীর রাতে নিজ বাড়িতেই দুষ্কৃতকারীর হাতে আক্রান্ত হওয়ার পর এখন হাসপাতালে শয্যাশায়ী।

অভিযুক্ত যুবক তাকে ছুরি দিয়ে একাধিকবার কোপ মারেন। সেভাবেই সিসিটিভি ফুটেজে হামলাকারীকে কোপাতে দেখা গেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, চুরির উদ্দেশ্যেই নাকি সাইফের বাড়িতে ঢুকেছিলেন ওই যুবক। সাইফ তাকে বাধা দিতে গেলে তার ওপর হামলা করা হয়। সাইফের শরীরে ৬ বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট