বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং সাবেক সংসদ সদস্য ইয়াসমীন আরা হক বলেছেন, নারীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় বসানো সম্ভব। একমাত্র নারীরাই পারে জাতীয়তাবাদী দলকে বিজয়ে পৌঁছাতে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইয়াসমীন আরা হক বলেন, বাংলাদেশের অধিকাংশ মা-বোনেরা বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ধানের শীষ প্রতীকের প্রতি অকৃত্রিম ভালোবাসা পোষণ করেন। আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে হলে নারী সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি গঠনের মাত্র আটদিন পর ১৯৭৮ সালের এই দিনে মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ প্রয়োজন। সেই ভাবনা থেকেই নারীর ক্ষমতায়নের লক্ষ্যে মহিলা দলের জন্ম হয়।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, গত ১৭ বছর ধরে শেখ হাসিনা মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আসামি করে রেখেছেন। তারেক রহমানের বিরুদ্ধেও মিথ্যা মামলা দিয়ে তাকে দেশে ফিরতে দেওয়া হয়নি। এই সময়ে বহু নেতাকর্মী গুম হয়েছেন, এখনো অনেকেই নিখোঁজ। অনেক মা-বোন এখনো অপেক্ষায় আছেন, তাদের প্রিয়জন কখন ফিরে আসবে।
তিনি আরও বলেন, মহিলা দলের বহু নেত্রী মিথ্যা মামলায় জেল খেটেছেন। এখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন। দেশে ও বিদেশে নানা ষড়যন্ত্র চলছে, যাতে তারেক রহমান দেশে ফিরে না আসতে পারেন, তিনি যেন প্রধানমন্ত্রী হতে না পারেন, বিএনপি যেন ক্ষমতায় না আসতে পারে। আমাদের মা-বোনদের এসব ষড়যন্ত্র রুখতে সাহসের সঙ্গে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল এবং সঞ্চালনায় ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইয়াসমীন আক্তার পিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা দলের সহ-সভাপতি ফারজানা ইয়াসমীন ডেইজি, যুগ্ম-সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, সাংগঠনিক সম্পাদক রাজিয়া বেগমসহ আরও অনেকে।
আলোচনা সভায় জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply