সাভারের হেমায়েতপুরে ট্রাকের হেলপারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে যাদুরচর এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে শনিবার সকালে লাশ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
খুন হওয়া ব্যক্তির নাম ইউসুফ। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। পুলিশ বলছে, নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহৃ রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, ‘হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।’
এদিকে, রাজধানী ঢাকার নিকটবর্তী সাভার ও আশুলিয়ায় অপরাধের মাত্রা আগের তুলনায় বেড়েছে। এ নিয়ে আতঙ্কে স্থানীয়রা। অপরাধ দমনে পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তারা।