(মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে অবশেষে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। নতুন ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে দৌলতপুর থানার জে ও এম তৌফিক আজমকে।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলের দিকে জেলা পুলিশ সুপার মোছা: ইয়াসমিন খাতুন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। অফিস আদেশে আরো জানানো হয়, শিবালয় থানার ওসি এ আর এম আল-মামুনকে দৌলতপুর থানা বদলি করা হয়েছে।
জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর মানিকগঞ্জের সিংগাইরে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলাসহ ৪টি মামলা দায়ের হয়। পাঁচ আগস্ট পরবর্তী সময়ে পুলিশ ৫৮ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের অধিকাংশই মামলার এজাহারের বাইরের। মামলায় অজ্ঞাত আসামী হিসেবে আটক করা হয় তাদের।
এজাহারে তাদের নাম না থাকলেও আটকের পর শুধু আওয়ামী লীগের কর্মী সমর্থক হওয়ায় পুলিশ তাদের কাছে মোটা অংকের টাকা দাবী করেন। দেয়া হয় হত্যা মামলায় ফাঁসানোর হুমকি। চাহিদামতো টাকা দিলেই ফাঁড়ি ভাঙচুর কিংবা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। না দিলে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। কঠোর ভাষা ব্যবহার করে কোর্টে আবেদন করা হয় রিমান্ডের।
ভুক্তভোগী একাধিক পরিবারের সঙ্গে কথা বললে বেরিয়ে আসে ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের মদদে পুলিশের গ্রেপ্তার ও জমজমাট অর্থ বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য।
এ নিয়ে গত ২৬ ফেবুয়ারি দৈনিক ফুলকি পত্রিকায় “গণঅভ্যুত্থান পরবর্তী সিংগাইর থানা পুলিশের গ্রেপ্তার বাণিজ্য জমজমাট” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। অবশেষে ৪ মার্চ বিকেলে তাকে সিংগাইর থানা থেকে বদলি করে মানিকগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করে। সিংগাইর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দৌলতপুর থানার ওসি জে,ও,এম তৌফিক আদমকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) নাজমুল হাসানের কাছে জানতে চাইলে থানার ওসির ক্লোজ বিষয়টি তিনিও নিশ্চিত করেন।
Leave a Reply